Konnagar is a city and a municipality in Hooghly District in the state of West Bengal, India. There are 20 wards in the Konnagar Municipality Area. It is under Uttarpara police station in Serampore/Srirampore subdivision. It is a part of the area covered by Kolkata Metropolitan Development Authority. Konnagar is under the Serampore Loksabha Kendra and Uttarpara Bidhansava Kendra..
..বিপ্রদাসের মনসামঙ্গলে ১৪৯৫ যায় কোন্নগরের নাম উল্লেখ আছে। একসময় ইউরোপীয় বণিকদের বাণিজ্যকেন্দ্র গড়ে উঠেছিল যায় কোন্নগরে। একসময় কোন্নগর নৌশিল্পের জন্যও প্রিসিদ্ধি লাভ করে,উনিশ শতকের শুরুর দিকে এখানে ডক ও ছোট ধরণের জাহাজ নির্মাণের কারখানা ছিল। যদিও কোন্নগরের নৌশিল্প আজ অতীত। রাজা দিগম্বর মিত্র,ডঃ টি এন মিত্রর মতো বিশিষ্ট মানুষের জন্মস্থান এই konnagar . মধ্য-উনিশ শতকে শিবচন্দ্র দেব এখানে স্থাপন করেছিলেন 'কোন্নগর ব্রাম্হসমাজ।এই কোন্নগরেই ছিল শ্রী অরবিন্দের পৈতৃক বাসভূমি।
..বিপ্রদাসের মনসামঙ্গলে ১৪৯৫ যায় কোন্নগরের নাম উল্লেখ আছে। একসময় ইউরোপীয় বণিকদের বাণিজ্যকেন্দ্র গড়ে উঠেছিল যায় কোন্নগরে। একসময় কোন্নগর নৌশিল্পের জন্যও প্রিসিদ্ধি লাভ করে,উনিশ শতকের শুরুর দিকে এখানে ডক ও ছোট ধরণের জাহাজ নির্মাণের কারখানা ছিল। যদিও কোন্নগরের নৌশিল্প আজ অতীত। রাজা দিগম্বর মিত্র,ডঃ টি এন মিত্রর মতো বিশিষ্ট মানুষের জন্মস্থান এই konnagar . মধ্য-উনিশ শতকে শিবচন্দ্র দেব এখানে স্থাপন করেছিলেন 'কোন্নগর ব্রাম্হসমাজ।এই কোন্নগরেই ছিল শ্রী অরবিন্দের পৈতৃক বাসভূমি।
সুধীরকুমার মিত্র লিখেছেন "কোন্নগরে জাহাজ প্রস্তুতের একটি কারখানা ছিল বলিয়া ক্রফোর্ড সাহেব উল্লেখ করিয়াছেন।ঐতিহাসিক নরেন্দ্রনাথ ভট্টাচার্য তাঁর 'হুগলী জেলার পুরাকীর্তি 'গ্রন্থে এখানে ছোট জাহাজ নির্মাণের কথা উল্লেখ করেছেন। কাল পরিবর্তনের সাথে সাথে ,ক্রমে যায় জাহাজ কারখানাটি অবলুপ্তির দিকে চলে যায়।জাহাজ কারখানা বন্ধ হয়ে যাবার পর বাটা কোম্পানি ওই জমিতে জুতো তৈরির কারখানা করতে চেয়েছিলো ,কিন্তু এলাকার মানুষের বাধায় সে কোম্পানি আর হয়ে ওঠেনি।
এরপর ওই জায়গায় গড়ে ওঠে একটু অয়েল-মিল জার্ডির এন্ড অ্যান্ডার্সন কোম্পানি ,কালক্রমে সেটিও কালের গর্ভে বিলীন হয়ে যায়। তারপর নয়ানচাঁদ নামে এক শিল্পোদ্যোগী ওই জায়গায় মাথায় দেওয়া তেলের কোম্পানি স্থাপন করেন,বলা বাহুল্য সেটিও আজকে অতীত। ওই জায়গাটি বর্তমানে বাগেরখাল অঞ্চলে পরিত্যাক্ত অবস্থায় পরে আছে।
কোন্নগরের পুরাকীর্তিও বেশ ইতিহাস প্রসিদ্ধ।দ্বাদশ শিবমন্দির, এটির নির্মাণকাল ১৭৪২শকাব্দ অর্থাৎ ১৮২০ খ্রিস্টাব্দ, যায় মন্দির প্রতিষ্ঠা করেছিলেন কলকাতার হাটখোলার মদনমোহন দত্তের ভ্রাতুষ্পুত্র হরসুন্দর দত্ত। এ ছাড়াও এখানে আরো একটি আটচালা শিবমন্দির আছে ,যার নির্মাণকাল ১৭৪৫ খ্রিস্টাব্দ। ১৭৯০ খ্রিস্টাব্দে সুবোধ পালিত নির্মাণ করেন একটি ডাকাত কালির মন্দির ও শিবমন্দির।
No comments:
Post a Comment