গুপ্তিপাড়া , হুগলী জেলার উত্তর পুর্বে অবস্থিত একটি প্রাচীন জনপদ। চণ্ডীমঙ্গল এ মুকুন্দ কবি এই গ্রামের কথা বলেছেন। সপ্তদশ, অষ্টাদশ,ঊনবিংশ শতক এ অঞ্চল সংস্কৃত চর্চার,বিশেষ করে ন্যায়শাস্ত্র ও স্মৃতিচর্চার কেন্দ্র ছিল. ভারত জোড়া নাম ছিল এখানকার পন্ডিতদের। গুপ্তিপাড়ায় বাস করতেন বানেশ্বর বিদ্যালঙ্কার,কালি মির্জা ,কৃষ্ণপ্রসন্ন সেন আর মতো পন্ডিত ও ধার্মিক ব্যাক্তি। কাঠের রথ হিসাবে পুরীর পরেই এখানকার কথা আলোচিত হয় ,অর্থাৎ বাংলার সর্ববৃহৎ ও ভারতের দ্বিতীয় বৃহৎ কাঠের রথ যায় গুপ্তিপাড়ায়। বলাহয় বৃন্দাবনচন্দ্র গুপ্ত অবস্থায় এখানে ছিলেন বলে যায় অঞ্চলটির নাম হয় গুপ্তিপাড়া
Friday, 15 July 2016
Guptipara
গুপ্তিপাড়া , হুগলী জেলার উত্তর পুর্বে অবস্থিত একটি প্রাচীন জনপদ। চণ্ডীমঙ্গল এ মুকুন্দ কবি এই গ্রামের কথা বলেছেন। সপ্তদশ, অষ্টাদশ,ঊনবিংশ শতক এ অঞ্চল সংস্কৃত চর্চার,বিশেষ করে ন্যায়শাস্ত্র ও স্মৃতিচর্চার কেন্দ্র ছিল. ভারত জোড়া নাম ছিল এখানকার পন্ডিতদের। গুপ্তিপাড়ায় বাস করতেন বানেশ্বর বিদ্যালঙ্কার,কালি মির্জা ,কৃষ্ণপ্রসন্ন সেন আর মতো পন্ডিত ও ধার্মিক ব্যাক্তি। কাঠের রথ হিসাবে পুরীর পরেই এখানকার কথা আলোচিত হয় ,অর্থাৎ বাংলার সর্ববৃহৎ ও ভারতের দ্বিতীয় বৃহৎ কাঠের রথ যায় গুপ্তিপাড়ায়। বলাহয় বৃন্দাবনচন্দ্র গুপ্ত অবস্থায় এখানে ছিলেন বলে যায় অঞ্চলটির নাম হয় গুপ্তিপাড়া
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment