Friday, 15 July 2016

Story of Hooghly District

হুগলী জেলা , .......... যায় জেলার নাম হুগলী হলো কেন তা নিয়ে  আজ পর্যন্ত নানা মতামত গড়ে উঠেছে , 'হুগলি ' নামটি  ঠিক কোথা থেকে এসেছে তা নিয়ে আজ পর্যন্ত সঠিকভাবে কেউই উপস্থাপিত করতে পারেন নি. .....                     যদুনাথ সরকার তাঁর 'হিস্ট্রি  অফ বেঙ্গল ' এ বলেছেন ' ষোড়শ শতক এর দ্বিতীয়ার্ধে  পর্তুগিজ বণিকরা সপ্তগ্রাম থেকে সরে  আস্তে থাকেন। এখন যেখানে হুগলী শহর ,সেখানে তাঁরা  তাঁদের  পণ্য মজুত করার জন্য গলা তৈরি করেন। যায় 'গোলা ' থেকেই হুগলী শব্দটি এসেছে।  পর্তুগিজ ভাষায় 'গোলা ' শব্দটির অর্থ দুর্গপ্রাকারের বহির্দেশের উপরিভাগের উদগত  অংশ। তাই মনে করা হয় হুগলী নামটির সাথে দুর্গের সম্পর্ক বর্তমান।  স্যার  যে এন  সরকার মনে করেছেন , পর্তুগিজদের বলা ও গোলিম বা ও গলি যায় বঙ্গবাসীর মুখে হুগলী নামে উচ্চারিত হতে থাকে।                       ১৬২০ খ্রিস্টাব্দে রচিত হুগেস  এবং পার্কার এর পত্রে হুগলিকে 'গোল্লিন ' নামে ব্যাবহৃত হয়েছে।

১৬৬০ খ্রিস্টাব্দে  ওলন্দাজ লেখক ম্যাথুস ফান্ডেন  ব্রুক হুগলী অঞ্চলটিকে বলেন  'hoegly ' . ১৫৮৮ খ্রিস্টাব্দে  রালফ  ফিচ  হুগলিকে  বলেন পর্তুগিজ অঞ্চল। 

হুগলী নামটি উল্লেখ করেছেন Siton Car , James লং অনেকেই , James  লিখেছেন 'Hughly , Ives বললেন 'Houghley ',
ঐতিহাসিক নরেন্দ্রনাথ ভট্টাচার্য  তাঁর 'হুগলী জেলার পুরাকীর্তি ' গ্রন্থে বলেন , পতুগীজ দিয়াগো রেবেল্লো  ১৫৩৫ খ্রিস্টাব্দে সপ্তগ্রাম এ আসেন। প্রথমে ১৫৩৬ খ্রিস্টাব্দে সুলতান মামুদ শাহর  নিকট থেকে এবং পরে ১৫৮০ খ্রিস্টাব্দে আকবর এর নিকট থেকে সনদ পায়।  ওই বছরই সপ্তগ্রামের ভারপ্রাপ্ত  মুঘল ফৌজদার মিরজানোয়াজখান  ওড়িশার কতলু লোহানীর কাছে পরাজিত হয়ে হুগলির পর্তুগিজ গভর্ণর এর  কাছে  আশ্রয় নেন '..... 




No comments:

Post a Comment