Friday, 15 July 2016

" ওবেলিস্ক " ।



ডাচ/ ওলন্দাজ ভাষায় এর নাম ' ওবেলিস্ক " । স্থান ডাফ স্কুল থেকে সামান্য পুবে, সদরঘাট সংলগ্ন ক্রীশ্চান পাঁচিলের ধার। পাশের কামানটি কিন্তু ফরাসীদের তৈরি। ওবেলিস্কগুলি হল সীমানা নির্ধারনকারি পোস্ট। এটি ছাড়াও আরও অনেকগুলি ওবেলিস্ক আছে । ডাচরা যখন প্রথমে চুচুড়া শহর বানিয়েছিল, তার সীমানা নির্ধারণ করতে এগুলি তৈরী করেছিল।সেই প্রথম শহরের সীমান ছিল,-- ওই পয়েন্ট থেকে সিধে পশ্চিমে হেঁটে ঘড়ির মোড় হয়ে পুলিশ লাইন পার হয়ে পুরাতন ' মনোমত ' দোকান পর্যন্ত। যেখানে আর একটি রাস্তাএসে মিশেছে। এখানে রাস্তার উত্তর দিকে একটি ওবেলিস্ক আছে। পুলিশ লাইনের পাঁচিলের গায়ে একটি ছিল। যার চার দিকের দেওয়ালে চারটি কুলুঙ্গি ছিল।তাতে প্রদীপ জ্বালানো হত। পরে রাস্তার ধারের হকারদের দৌরাত্মে সেটিকে বিলুপ্ত করে দেওয়া হয়। সে যাই হোক। ওখান থেকে এবার দক্ষিণে হাঁটা দিন। এই সংকীর্ণ রাস্তাটিও
ডাচদেরই  তৈরী। অর্ধ বৃত্তাকার পথটি মিশেছে ঘড়ির মোড়ে।ওই পথটি ধরে দক্ষিণে এগিয়ে, পুলিশ লাইনের পাঁচিল ধরে পুবে বাঁক নিন। এগিয়ে যান পুবে। পুরাতন ডাচভিলার পাঁচিলের ( এখন সেখানে অনেকগুলি ফ্ল্যাট বাড়ি হয়েছে। হয়েছে দোকান।) কোনায় একটু দাঁড়ান।ঠিক ওই কোনায় ছিল আর একটি ওবেলিস্ক। ওখান থেকে সিধে এগোন দক্ষিনে,মাধবিতলা এপ্রোচ রোডে উঠলেই দেখত পাবেন দুটি মন্দির। রাস্তার দক্ষিনে ও উত্তরে ছিল আরও দুটি ওবেলিস্ক। এবার বাঁইয়ে ঘুরে সিধে চৌমাথার / বানী মন্দিরের পাকা রাস্তা ধরে চলতে থাকুন পুবে। মহসীন কলেজের গে ট পার হয়ে যাবেন ঘন্টা ঘাটে। ঘাটের ঠিক দক্ষিণ কোনায় আর উত্তরের কোনায় ছিল জোড়া ওবেলিস্ক।এবার আসল কথায় আসি।এই হল আদি চুচুড়া শহরের সীমানা।অর্থাত ডাচদের তৈরী  প্রথম চুচুড়া শহরটি গ্রথিত হয়েছিল এখানেই। --- ওই যে চারটি খেলার মাঠ দেখছেন ওখানেই ছিল ডাচ দূর্গ ' গুস্তাভ ' ।এমনকি আজকের চুচুড়া কোর্ট বিল্ডিং -- পুলিশ লাইনও ছিল ওই গুস্তাভের অন্তর্গত। তবে ওদের দোতলাটি তৈরী করেছিল বৃটিশরা।একতলা বিল্ডিং দুটি তৈরী করছিল ডাচরা।আরও আছে কোর্টের মাঝামাঝি লালদীঘির ধার দিয়ে যে রাস্তাটি উত্তর থেকে দক্ষিণে চলে গিয়েছে কোর্ট বিল্ডিং --কে ফুঁড়ে, মিশেছে পেট্রোল পাম্পের চৌমাথায়, ওটিই ছিল আদি চুচুড়া শহরে / গুস্তাভের প্রবেশ পথ।অর্থাত আজকের পুলিশ লাইন,কোর্ট বিল্ডিং, ঘড়ির মোড়,মাদ্রাসা স্কুল, ডাফ স্কুল সমেত সদর ঘাট, কমিশনারের বাংলো সবই ছিল গুস্তাভের অন্দরে।আর কমিশনারের বাংলো বাড়িটি ছিল সে যুগের ডাচ গভর্নরের বাংলো বা ডাচ গভর্নর'স হাউস .
ডাফ স্কুল সংলগ্ন ঘাটটি বহু পুরাতন স্নানের ঘাট। সম্ভবত ওটিকে তৈরী করেছিল ডাচরা। ওর নাম সদর ঘাট। যাকে এখন অনেকে হারু মন্ডলের ঘাট বলে ডাকে।

No comments:

Post a Comment