গাজীর দরগা,..... ত্রিবেণী ,সপ্তগ্রামের পুরাকীর্তির নিদর্শন , এটি একটি ছাদবিহীন মসজিদ। মসজিদের বাইরের দেয়ালে এবং তিনটি মিহরাবের চারিদিকে আরবীয় লেখ -এ বলা হয়েছে যে,যায় মসজিদটি ৯৩৬ হিজিরায় রমজান মাসে আমুলের আরুল সৈয়দ ফকরুদ্দিন কর্তৃক নির্মিত। মসজিদের দক্ষিণ-পূর্ব কোণে সৈয়দ ফকরুদ্দিন,তাঁর স্ত্রী ,এবং তাঁর খোজার সমাধি আছে। সামনের প্রস্তরফলকে -১৪৬৩ খ্রিস্টাব্দে মাহমুদ শাহের রাজত্বকালে তরবিয়ত খান কর্তিককর্তৃক একটি এবং ফথ শাহর রাজত্বকালে ১৪৯৪ একটি মসজিদ নির্মাণের কথা উল্লেখ আছে।
No comments:
Post a Comment