পলাশীর যুদ্ধে সিরাজদৌল্লার অন্যতম বীর সেনাপতি মোহনলালের মতো ঐতিহাসিক চরিত্রের আবাস ছিল গুপ্তিপাড়া , মোহনলালের সেই স্মৃতি আজও গর্ব এ শহরের। কে ভুলতে পারবে, বাংলার প্রথম বারোয়ারির উৎপত্তি হয়েছিল এ শহরেই। বাঙালির সংস্কৃতিতে বারোয়ারি পুজো বলে যে কিছু হতে পারে তা প্রথম জানিয়েছিল গঙ্গাপারের শহর গুপ্তিপাড়া , হুগলী. আমি গর্বিত আমি এই হুগলী জেলার বাসিন্দা ...
No comments:
Post a Comment