Monday, 18 July 2016

Hooghly Dist

অনুমান করা হয়, একসময় হুগলী ছিল দক্ষিণ রাঢ়  অঞ্চলের অন্তর্গত।একসময় এই অঞ্চলে মহাবীর জৈন পর্যন্ত এসেছিলেন।একথা লেখা আছে জৈনগ্রন্থশাস্ত্রে।জৈনশাস্ত্রের আচারাঙ্গসূত্র,ভাগবতীসুএ ও কল্পসূত্র,.... এই দক্ষিণ রাঢ় এর  কথা বলেছে। মহাভারত,বৃহৎসংহিতা ,পতঞ্জলির মহাভাষ্য ও বিভিন্ন পূরণের মধ্যেও যায় অঞ্চলের কথা উল্লেখিত আছে. , এই  জনপদের কথা রয়েছে বৌদ্ধ সংযুক্তনিকায় ও জাতকের গল্পের  মধ্যেও।  ঐতিহাসিকদের ধারণা,গ্রিক লেখকরা গঙ্গার যে সন্নিহিত অঞ্চলকে গঙ্গারিদেরই বলেছেন,তা হুগলী ছাড়া অন্য কিছু নয়. . এই  জেলার প্রায় প্রতিটি অঞ্চলই ইতিহাস,সংস্কৃতি,সাহিত্য,কৃষ্টি,.............. এই  সব কিছুর এক অপূর্ব মেলবন্ধন।  

No comments:

Post a Comment