জিরাট..... হুগলী জেলার বালাগড় থানার একটি অঞ্চল.জিরাট এর প্রাচীন ইতিহাস অনুসন্ধান করলে জানা যায় সপ্তদশ শতকে দুই ব্রাহ্মণ পন্ডিত বন্ধু, অভয়রাম সার্বভৌম এবং রামকানাই গোস্বামী এই গ্রামে এসে সিদ্ধেশ্বরী কালির পূজারী কাশীনাথ অধিকারীর দুই কন্যাকে বিবাহ করেন, রামকানাই নিজ বসতবাটিতে গোপীনাথ জিউর মন্দির প্রতিষ্ঠা করেন. নিত্যানন্দ মহাপ্রভুর সহধর্মিনী জাহ্নবাদেবী এই বংশের মেয়েঃ. বস্তুত যায় অঞ্চলটির নাম জিরাট হয়েছিল গোপীনাথ জীউর নাম অনুসারে ...... রাট শব্দটির অর্থ পদচিহ্ন .... এখানে গোপীনাথ জিউ র পদচিহ্ন রয়েছে তাই অঞ্চলটির নাম হয় জিরাট..
বিনয় ঘোষের "পশ্চিমবঙ্গের সংস্কৃতি" গ্রন্থ অনুযায়ী ফারসি শব্দ জিরায়ৎ থেকে জীরাট নামকরণ। ঐ ফারসি শব্দ থেকে বাংলাভাষায় জিরাত,জিরেত, জমি-জিরেত বা জমি-জিরাত এসেছে (সাংসদ বাংলা অভিধা)। শব্দটির অর্থ চাষযোগ্য জমি।
ReplyDeleteপঙ্কজ কুমার চ্যাটার্জ।
ReplyDelete