Wednesday, 20 July 2016

DEBANANDAPUR

হুগলী জেলায় সরস্বতী নদীর পাড়ে ছায়ার ঘেরা সবুজে ঢাকা একটি ছোট্ট গ্রাম ,দেবানন্দপুর।এই দেবানন্দপুর হল ঐতিহ্যের আখর।  যায় গ্রামের পুত -পবিত্র সরস মাটি কবি গুনাকর ভারতচন্দ্র রায় এর বাসভূমি।ভারতচন্দ্র কেবলমাত্র যে ফরাসী ও আরবি ভাষার পন্ডিত ছিলেন তা নয়,যায় গ্রামে থেকেই তিনি বাংলা ১১৩৪ সালে তাঁর প্রথম কবিতা রচনা করে এই  গ্রামের মুখ উজ্জ্বল করেন।     কবি গুনাকর ভারতচন্দ্রের প্রায় দেড়শো বছর পরে বাংলা ১২৩০ সনে  এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্ম নেন  গ্রামবাংলার দরিদ্র মানুষের আত্মার- আত্মীয় একান্ত আপনজন, কথাশিল্পী শরৎ চন্দ্র চট্টোপাধ্যায়।                                                                            



No comments:

Post a Comment