Wednesday, 13 July 2016

Amar Jela Hooghly

আমার জেলা হুগলী...... কয়েকশো বছর ধরে বাংলা তথা ভারতবর্ষের প্রাচীন ও উন্নত জেলাগুলির মধ্যেও একটি, কৃষি, শিল্প,শিক্ষা, সাহিত্য,কৃষ্টি সব কিছুতেই অনেকটা এগিয়ে. চৈতন্য পরবর্তী যুগে বাংলার সমাজজীবনে যে উন্নতি ঘটে কিছুটা হলেও হুগলী জেলা তার পথিকৃৎ.......... হুগলি জেলার দেবদেউল,ইতিহাস,সামাজিক পটভূমি সম্পর্কে কিছু তথ্য দেওয়ার আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা আমার  বন্ধুদের জন্য.....কিছু ভুল হলে দয়াকরে সংশোধন করে দেবেন....... আপনাদের যদি বিন্দুমাত্র ভালো লাগে আমার এ প্রচেষ্টা সফল হলো বলে মনে করবো......

No comments:

Post a Comment