Friday, 16 September 2016

‘রুবেন রায়’

শ্রী পুরঞ্জয় রায় বন্দ্যোপাধ্যায় সাহিত্যজগতে ‘রুবেন রায়’ ছদ্মনামে বিখ্যাত... ঠাকুর সীতারামদাস ওঙ্কারনাথের তিনি শিষ্য, পার্ষদ এবং ঠাকুরের প্রথম জীবনীকার। তাঁর রচিত কয়েকটি পঙক্তি তে ঠাকুরের প্রতি তাঁর গভীর সমর্পণ বোঝা যায়, তাঁর ভাষা যেন সকলের প্রাণের অব্যাক্ত স্বীকারোক্তি-
“আমরা আমাদের সীমিত শক্তি দিয়ে সীমাহীন দম্ভ দেখিয়েছি!
আমরা তোমার চরণপদ্মে মুঠোমুঠো কালোফুলের অর্ঘ্য উপহার দিয়েছি!
সে সব ফুল সঙ্কীর্ণতার অশুচিতার অপদার্থতার ফুল !
তুমি হাসিমুখে সব নিয়েছ, হাসিমুখেই সব সহেছ !
তবু আমরা তোমায় ভালবেসেছি,
তুমি আমাদের ভালবেসেছ।...
আমরা তোমায় অনেক বিশেষণ দিয়ে স্তবস্তুতি করেছি।
কিন্তু হায়, তোমাকে আমরা চিনিনি, তুমি আমাদের চিনেছ।
তবু আমরা তোমায় ভালবেসেছি,
তুমি আমাদের ভালবেসেছ।”

No comments:

Post a Comment