পশ্চিমবঙ্গের হুগলি জেলার ব্যান্ডেলে আছে শতাব্দী প্রাচীন শ্রীশ্রী
ওলাইচণ্ডী মাতার মন্দির। এখানে মায়ের শিলাময় বিগ্রহ প্রতিষ্ঠিত। অনেক দিন
আগে এক মহিলা এই শিলার ওপর কাপড় কাচতেন, পরে মায়ের স্বপ্নাদেশে তাঁকে এই
তেমাথার মোড়ে প্রতিষ্ঠা করা হয়।
মা কে ঘিরে প্রতি বছর চৈত্র মাসে মেলা বসে।
হুগলির ইতিহাসে এই শতাব্দী প্রাচীন মেলা অন্যতম স্থানাধিকারী। ইতিহাসে একে "ডাবের মেলা"বলে উল্লেখ করা হয়েছে। এখানে মায়ের পূজায় অপরিহার্য অর্ঘ্য হোল ডাব। বিপুলসংখ্যক ডাব এখানে পূজায় আসে। ভক্তদের বিশ্বাস মা এখানে সকল মনকামনা পূর্ণ করেন।
জয় মা ওলাইচন্ডী।
চিত্র ও তথ্য সহায়তা :- শ্রী সৌম্য বসু, পরিক্রমণ বৃত্তান্ত এবং শ্রী তীর্থদীপ ভৌমিক।
মা কে ঘিরে প্রতি বছর চৈত্র মাসে মেলা বসে।
হুগলির ইতিহাসে এই শতাব্দী প্রাচীন মেলা অন্যতম স্থানাধিকারী। ইতিহাসে একে "ডাবের মেলা"বলে উল্লেখ করা হয়েছে। এখানে মায়ের পূজায় অপরিহার্য অর্ঘ্য হোল ডাব। বিপুলসংখ্যক ডাব এখানে পূজায় আসে। ভক্তদের বিশ্বাস মা এখানে সকল মনকামনা পূর্ণ করেন।
জয় মা ওলাইচন্ডী।
চিত্র ও তথ্য সহায়তা :- শ্রী সৌম্য বসু, পরিক্রমণ বৃত্তান্ত এবং শ্রী তীর্থদীপ ভৌমিক।
No comments:
Post a Comment