মাছের মেলা। তবে সাগরে বা নদীতে নয়, মেলাটি বসেছে মাটির বুকেই। প্রতিবছর পয়লা মাঘ মাছের মেলা বসে হুগলি জেলার
আদিসপ্তগ্রামে।
আদিসপ্তগ্রামের কৃষ্ণপুরে মাঘ মাসের প্রথম দিনটিতে তাই সকাল থেকেই রুই, কাতলা, ভেটকি, শোলসহ নানা মাছের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। সপরিবারে মেলায় এসে পছন্দসই মাছ কেনেন মানুষ। এমনকি মেলায় বসেই টাটকা রান্না করে খানও অনেকে।
এই মেলার একটা ইতিহাস রয়েছে। অনেকে বলে, মেলার বয়স আড়াই শ' বছর। আবার কারোর মতে, চার শ' বছর। তবে বয়স যা-ই হোক, শোনা যায় সমাজ সংস্কারক শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রধান শিষ্য বিজয়কৃষ্ণ গোস্বামী নীলাচল থেকে ফেরার পথে একদিন রাত কাটান এই কৃষ্ণপুরে। বৈষ্ণব হয়েও ওইদিন মাছের ঝোল দিয়ে পরম তৃপ্তিতে ভাত খেয়েছিলেন তিনি।
প্রাথমিকভাবে বৈষ্ণব সম্প্রদায়ের মানুষ মাছের মেলা শুরু করলেও এখন এক দিনের এই মেলায় যান সকলেই।
আদিসপ্তগ্রামের কৃষ্ণপুরে মাঘ মাসের প্রথম দিনটিতে তাই সকাল থেকেই রুই, কাতলা, ভেটকি, শোলসহ নানা মাছের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। সপরিবারে মেলায় এসে পছন্দসই মাছ কেনেন মানুষ। এমনকি মেলায় বসেই টাটকা রান্না করে খানও অনেকে।
এই মেলার একটা ইতিহাস রয়েছে। অনেকে বলে, মেলার বয়স আড়াই শ' বছর। আবার কারোর মতে, চার শ' বছর। তবে বয়স যা-ই হোক, শোনা যায় সমাজ সংস্কারক শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রধান শিষ্য বিজয়কৃষ্ণ গোস্বামী নীলাচল থেকে ফেরার পথে একদিন রাত কাটান এই কৃষ্ণপুরে। বৈষ্ণব হয়েও ওইদিন মাছের ঝোল দিয়ে পরম তৃপ্তিতে ভাত খেয়েছিলেন তিনি।
প্রাথমিকভাবে বৈষ্ণব সম্প্রদায়ের মানুষ মাছের মেলা শুরু করলেও এখন এক দিনের এই মেলায় যান সকলেই।
No comments:
Post a Comment