আশা করেছিলাম ,আগামী
বসন্তে শ্রীপুর বলাগড়ের রাসমেলা ও বিন্দুবাসিনী পুজো হোক
বলিবিহীন,নির্মল,.............মা বিন্দুবাসিনীর চরণে নিরীহ পশুদের বদলে
,আমরা বলি দিই আমাদের কাম ,ক্রোধ,লোভ ও হিংসাকে ,........... মানুষের এই দাবী মেনে গত রবিবার শ্রীপুর গ্রামের মানুষের মধ্যে ভোটদানের আয়োজন করা হয়েছিল ,কিন্তু ধর্মান্ধ ,নিষ্ঠুর, বোধহীন মানুষের কাছে আপাতত পরাজয় ঘটলো, শুভবুদ্ধির। আমি বিশ্বাস করি শুভবুদ্ধির পরাজয় ঘটতে পারে না.......... ,আজ না হয় কাল শুভবুদ্ধির বিজয় হবেই। আমি শতকরা ১০০ ভাগ আশাবাদী। রবিবার সন্ধ্যাটা শ্রীপুর গ্রাম সরব রইলো বাজির আওয়াজ আর হুল্লোড়ে। আমি ব্যাথিত,লজ্জিত কিন্তু আশাহত নই। ...........
আমি নিশ্চিত আজ যারা উল্লাস করছে , তারাও একদিন নিজেদের ভুল বুঝতে পারবে, এই নৃশংসতার বিরুদ্ধে নিজেদের সামিল করবে , শুধুই সময়ের অপেক্ষা। ................
আমি নিশ্চিত আজ যারা উল্লাস করছে , তারাও একদিন নিজেদের ভুল বুঝতে পারবে, এই নৃশংসতার বিরুদ্ধে নিজেদের সামিল করবে , শুধুই সময়ের অপেক্ষা। ................
ওরা ভেবেছে এটাই শেষ লড়াই
ReplyDeleteযা খুশি ভাবুক,লড়াই তা চলবে
Delete