Monday, 22 August 2016

কালিয়াগড়

কালিয়াগড়  বলাগড় থানার অধীন এক প্রাচীন বর্ধিষ্ণু গ্রাম। এই জায়গার আদি নাম ছিল 'খুর্দ্দেশআ  মোহাম্মদপুর , ' এই গ্রামের অধিষ্ঠাত্রী দেবী সিদ্ধেশ্বরী কালী মাতার নাম অনুসারে গ্রামের নাম হয় কালীগড়ঃ বা কেলেগড়ঃ। পরে ব্রিটিশ রাজত্বে সরকারী কাগজপত্রে নাম লেখা হলো কালিয়াগড়।
          বর্তমানে সিদ্ধেশ্বরী কালীর সেবাইত চট্টোপাধ্যায় পরিবার। রোহিনীকান্ত মুখোপাধ্যায় প্রণীত কুলসার সংগ্রহ গ্রন্থে এই মন্দিরের প্রাচীনত্বের কথা জানা যায়। সেন বংশের আদিশূরের রাজত্বকালে ৯৫৪ শকাব্দ  অর্থাৎ ১০৩২ খ্রিস্টাব্দে  সিদ্ধেশ্বরী কালী মাতার পূজার সূচনা হয়।
       
      শ্রী কামাখ্যাপ্রসাদ চট্টোপাধ্যায় সম্পাদিত "মায়ের কথা " গ্রন্থ থেকে জানা যায় ,ভাগীরথীর পূর্বতীরে কোনো এক গ্রামে এক ব্রাহ্মণ বাস করতেন।একদিন কোনো কারণে  তিনি গৃহ ত্যাগ  করেন এবং প্রাণত্যাগ করার জন্য ভাগীরথীর জলে ঝাঁপ দেন। ভাগীরথীর উত্তাল ঢেউ তাঁকে ভাসিয়ে পশ্চিমতীরের গভীর জঙ্গলে এক প্রাচীন বেলগাছের নিচে এনে ফেলে। ক্লান্ত অবসন্ন সেই মানুষটি মায়ের স্বপ্নাদেশে সেই বেলগাছের  নিচে  দেবী আরাধনা শুরু করেন।
       পৌরাণিক কাহিনী অনুযায়ী সতীর  দেহত্যাগের পর তাঁর দেহের অংশ যেখানে পড়েছিল ,শাক্তমতে সেগুলি হলো শক্তিপীঠ , আর গয়নাগাঁটি যেখানে যেখানে পড়েছিল ,সেগুলি হল উপপীঠ , এই টি হল বলয়উপপীঠ , সতীর বলয় বা হাতের বালা এখানে পড়েছিল।

No comments:

Post a Comment