Saturday, 6 August 2016

HOOGHLY জেলা হুগলী নদীর পশ্চিমদিকে অবস্থিত। এই  জেলার উত্তরে বর্ধমান,উত্তর-পশ্চিমে বাঁকুড়া,পশ্চিমে মেদিনীপুর ,দক্ষিণে হাওড়া,ও পূর্বে ভাগীরথীর ওপর পাড়ে ,নাদিয়া ওউত্তর  ২৪পরগনা অবস্থিত।যায় জেলার মোট আয়তন ১২১৫ বর্গমাইল।
       হুগলী জেলাতে পলিবাহিত সমভূমি ও উচ্চ ভূমি ,যায় দুই অঞ্চলকে ভাগ করেছে দারকেশ্বর নদ , বস্তুত পলিবাহিত সমভূমি অঞ্চলই এই জেলায় বেশি।ভূ -আলোচকেরা যায় জেলাকে তিনটি উপঅঞ্চলে ভাগ করেছেন--১)দ্বারকেশ্বর -দামোদর সন্নিহিত ভূমি ২)দামোদর-ভাগীরথী বিধৌত ভূমি ৩)চরভূমি।
দামোদর ও ভাগীরথী যায় দুই নদীর গতিপথ পরিবর্তনের সাথে সাথে যায় জেলার ভাঙা-গড়া নির্ভর করেছে। ঐতিহাসিকদের মতে 

No comments:

Post a Comment